
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ৫ মাসের অন্ত:সত্তাকারী রবিউল ইসলাম ওরফে নেনো (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক রবিউল সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকার খমিরউদ্দিনের ছেলে।
বুধবার দুপুর ২টায় সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি অপারেশন এটিএম শিফাতুল মাজদার।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের আরাজী পাহাড়ভাঙ্গা এলাকায় রবিউল ইসলাম নামে এক বখাটের বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্ক স্থাপন করায় ৭ম শ্রেনীর এক কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।মঙ্গলবার রাতে ওই কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতীতা ওই কিশোরীর মা জানান, আরাজী পাহাড়ভাঙ্গা এলাকায় খমির উদ্দিনের ছেলে বখাটে ছেলে রবিউল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর যাবত অবৈধ সম্পর্ক গড়ে তোলে তার অবুঝ মেয়ের সাথে। গতকাল বিষয়টি এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারলে ইউপি সদস্য নাসিরুলকে অবহিত করি। পরে ইউপি সদস্য বখাটে রবিউল ইসলামকে চৌকিদার দিয়ে ধরে নিয়ে আসে। রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করলে ওই পরিবারকে মীমাংসার প্রস্তাব দেয়।
রাত গড়িয়ে বিষয়টি সুরাহা না হলে ইউপি সদস্য নাসিরুল চৌকিদার সাইদুর রহমানের হেফাজতে একটি ঘরে রবিউলকে আটকে রাখে। ভুক্তভোগীর পরিবার সকালে উঠে দেখে চৌকিদার সাইদুর রহমান বখাটে রবিউল ইসলামকে ভাগিয়ে দিয়েছে।