1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ১১১ বার পড়া হয়েছে

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ডেসকোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬, ১৮, ১৯, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ ও একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ইতোমধ্যে উপকেন্দ্রের মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শাহাজাদপুর, মুক্তি পল্লী, বাশতলা, বরই তলা, বৌ বাজার, খিলবাড়ীর টেক, আমেরিকান অ্যাম্বেসি, বৃটিশ হাইকমিশন, জাপানিজ ও চায়না অ্যাম্বেসি, বসুন্ধরা ব্লক-সি, আদর্শ নগর, মধ্যবাড্ডা, পূর্ব বাড্ডা পানির পাম্প, সেকন্দরবাগ, বাজার রোড, মোল্লা টাওয়ার, রূপনগর, শাহাবুদ্দিন মোড়, পূর্ব বাড্ডা, স্বাধীনতা স্মরনী, উত্তর বাড্ডা হাজী পাড়া, পদরদিয়া, সুতি ভোলা, ইসলাম নগর, সাতারকুল এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

১৮ নভেম্বর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে: সিভিল এভিয়েশন সুইচিং-এর মেরামতের জন্য এডিএ অফিসার্স মেস, পুরাতন বিমানবন্দর পানির পাম্প, স্বাধীনতা টাওয়ার, শাহীন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। এছাড়া দক্ষিণখানের ৩৩/১১ কেভি উপকেন্দ্র মেরামতের জন্য দক্ষিণখান গার্লস স্কুল, মোল্লাবাড়ী, মাজার চৌরাস্তা, পূরান পাড়া, মাজার তালতলা, ফায়েদাবাদ মেম্মার অফিস, ঈদগাঁ মাঠ, দক্ষিণখান মাদরাসা রোড, মোল্লাবাড়ী পানির পাম্প, শ্যামল বাগ, আদর্শপাড়া, আটিপাড়া, চেয়ারম্যান বাড়ী, আনোয়ারবাগ, আমতলা, আইনুসবাগ, ব্যাংক পাড়া, গাওয়াইর আল আকসা বেকারী, রাজাবাড়ী, মাস্টার পাড়া, কুড়িপাড়া, বালুরমাঠ, শাহী মসজিদ, ময়নারটেক, দক্ষিণখান পানির পাম্প, চাঁনপাড়া বাজার, মাউসাইদ, উজামপুর, তেরমুখ, স্নানঘাট, মধুবাগ, পন্ডিত পাড়া, ব্যাপারি পাড়া, কাচকুড়া বাজার, বাওথার, বেতুলি, ভারারদি, পলাশিয়া, ঘাটপাড় এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

১৯ নভেম্বর বন্ধ থাকবে: মিরপুর-১ এলাকা, আনসার ক্যাম্প, টোলারবাগ, শহীদ বুদ্ধিজীবী মাজার, ১০ নং কমিউনিটি সেন্টার, এভিনিউ-৩, ব্লক-ই, ওয়াসা পাম্প, বেড়িবাঁধ এলাকা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিশিল, তুরাগ সিটি, সেকশন ১/এ, ১/ডি মিরপুর সেকশন-২ এলাকা, রূপনগর শিল্প এলাকা, কলওয়ালাপাড়া, জনতা হাউজিং, পশ্চিম মনিপুর এবং পার্শ্ববর্তী এলাকা, সেক্টর-০১ (রোড-১১), জসীম উদ্দিন মোড় হতে রাজলক্ষী পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিমাংশ, সেক্টর-৩ (রোড-২,১,৩) সেক্টর-৭ (১,৪,৫,৭,৮,৯,৯/এ,২৮), রবীন্দ্র সরণি এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

২১ নভেম্বর বন্ধ থাকবে: ওই দিন বিদ্যুৎ থাকবে না কুড়িল, বিশ্বরোড, প্রগতি সরণি পশ্চিম অংশ, মোল্লাপাড়া, বড়বাড়ী, হোটেল রেডিসন, বারিধারা (রোড নং- ১ থেকে ৬, ৯ থেকে ১৪), পার্ক রোড, লেক রোড, দূতাবাস রোড, বারিধারা ডিওএইচএস ইস্টার্ন রোড; মানিকদী, বারনটেক, বালুঘাট, শেওড়া, যমজ রোড, অলিপাড়া, লিচু বাগান, শেওড়াবাজার এবং পার্শ্ববর্তী এলাকায়।

২২ নভেম্বর বন্ধ থাকবে : নিকেতন আবাসিক এলাকা (রোড-৪ থেকে ১৪ পযর্ন্ত এবং ব্লক-বি, ডি, ই ও এফ), গুলশান-১ (রোড-৭, ৮, ১২, ১৪ এবং পার্শ্ববর্তী এলাকা, উত্তরা সেক্টর-১৩ (রোড ৪, ১১ হইতে ১৮ পর্যন্ত), সেক্টর-১৪ (রোড ১৬ হইতে ২২ পর্যন্ত), গরিবে নেওয়াজ এভিনিউয়ের উত্তর পাশ, শাহ মখদুম এভিনিউ, উত্তরা খালপাড় এলাকা, চন্ডাল ভোগ, দিয়া বাড়ি গোল চক্কর থেকে উত্তরা থার্ড ফেজ ১৮ নং সেক্টর পর্যন্ত, নয়ানগর এলাকা, রাজা বাড়ি, নলভোগ, ফুলবাড়িয়া এলাকা, রানাভোলা, তিতাস পাড়া, পাকুরিয়া যাত্রাবাড়ী ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৫ নভেম্বর বন্ধ থাকবে: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, রোড-১,৩,৮,৯, এভি-৪, রোড-১৮, সেকসন-১১ এ, প্যারিস রোড, রোড-২৮,২৭,৩১,২৬,৩২,৩,২৯,১৭,১৫, ব্লক-ডি, সেকসন-১০, এভি-৫, ব্লক-সি, বিহারী ক্যাম্প, ওয়াপদা ক্যাম্প, ওয়াসা রোড, রোড-৩, ৫, ৬, ৯, ৮, ৭, ১০, ঝুটপট্টি, বাউনিয়াবাধ এলাকা, রাড্ডা হাসপাতাল, পূর্ব মনিপুর, বিআরটিএ অফিস, আমতলা বাজার, পূর্ব বাইশটেকী, পলাশনগর, লালমাটিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় ওই দিন বিদ্যুৎ বন্ধ থাকবে।

২৬ নভেম্বর বন্ধ থাকবে: ইজতেমা মাঠ, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, বেড়ি বাঁধের দক্ষিণ পাশের এলাকা থেকে শুরু করে ধৌড়ের মোড় পর্যন্ত, মেসার্স জরিনা কম্পোজিট ও অলিম্পিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লি., মেসার্স নিশাত জুট মিলস্, ইজতেমা মাঠ, কামারপাড়া, মুন্নু নগর, ১০ নং সেক্টর (১০,২৫ ও ২৩ নং রোড), রানা ভোলা, আশুলিয়া রোড, বিআইডব্লিউটিসি ল্যান্ডিং স্টেশন ও ধউর সরকার বাড়ি রোড এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না।

২৭ নভেম্বর বন্ধ থাকবে: বিদ্যৎ বন্ধ থাকবে কল্যাণপুর মেইন রোড (রোড-১,২,৪), মিজান টাওয়ার, একমি, ইবনে সিনা, শ্যামলী রোড-৪, গাবতলী, মাজার রোড, টোলারবাগ, ডেল্টা হাসপাতাল, আহমেদ নগর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর এলাকা, স্বাধীনতা সরণি, শহীদ মিনার রোড, নাভানা গার্ডেন, বাংলাদেশ বেতার ও বেতার কলোনী, গণমাধ্যম ইনস্টিটিউট এবং পার্শ্ববর্তী এলাকায়।

এছাড়া সাতাইশ, ব্যাংক পাড়া, খরতৈল, চেরাগআলী, সিরামিক মার্কেট, দত্তপাড়া, পূর্ব কাজী পাড়া, বাইগারটেক, চানকিরটেক, চেয়ারম্যান বাড়ি, বনমালা, দেওড়া, বড় দেওড়া, খলিল মার্কেট, মুদাফা, মীর বাড়ি, ভাদাম, আউচপাড়া, মধ্য আউচপাড়া, সফিউদ্দীন একাডেমি, মোক্তার বাড়ি, মিত্তিবাড়ি, দেওড়া, বড় দেওড়া, খলিল মার্কেট, মুদাফা, ভোলারটেক এবং পার্শ্ববর্তী এলাকায়ও বিদ্যুৎবিহীন থাকবে।

২৮ নভেম্বর বন্ধ থাকবে: নিকুঞ্জ-০২ আবাসিক এলাকা (রোড ১-৫, ৯-১১, ১৬, ১৯), রাজউক ট্রেড সেন্টার. বিআরইবি ভবন, ফারুক সরণি, খিলক্ষেত বাজার, বটতলা, মধ্যপাড়া, কুর্মিটোলা হাইস্কুল এলাকা, বালুরমাঠ, খিলক্ষেত বেপারী পাড়া, খাঁ পাড়া, পোস্ট অফিস রোড এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

২৯ নভেম্বর বন্ধ থাকবে: ওইদিন বিদ্যুৎ থাকবে না উত্তরা সেক্টর-৪ (রোড ১৩, ১৬ হইতে ২১ পর্যন্ত), সেক্টর-৬ (রোড ৭ হইতে ১৬), ঈসা খাঁন এভিনিউ, শাহজালাল অ্যাভিনিউ, আজমপুর থেকে আব্দুল্লাহপুর ঢাকা ময়মনসিংহ রোডের পূর্বাংশ, সেক্টর-৮, রাজলক্ষী হতে আবদুল্লাহপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রোডের পশ্চিমাংশ, সেক্টর-৯, আবদুল্লাহপুর, কসাইবাড়ী, উদয়ন স্কুল রোড, মোল্লারটেক, নবীন সংঘ রোড, প্রেমবাগান মোড় এবং পার্শ্ববর্তী এলাকায়।

৩০ নভেম্বর বন্ধ থাকবে: ওই দিন বনানী রোড-৬ (ব্লক-বি,সি) ও রোড-১৩ (ব্লক-ডি), গুলশান রোড ৭১, রোড ৭৫ থেকে ৮২, বনানী বাসস্ট্যান্ড, বনানী বাজার, বনানী রোড-৪, ৫, ১১, ১৪ ব্লক-এ এবং বি এবং পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া নতুনবাজার, ফাসের টেক, ভাটারা মোড়, ওয়াজউদ্দীন রোড, নুরেরচালা, জে-ব্লক, সমতা সড়ক, ইসলামিয়া স্কুল রোড, শাহজাদপুর কবর স্থান, বরইতলা, বৌবাজার, খিলবাড়ীর টেক, বাশতলা, সুবাস্ত নজরভ্যালি, থাই অ্যাম্বেসি, কোরিয়া অ্যাম্বেসি, ইউএন রোড, বারিধারা-২নং পানিরপাম্প, মরিয়ম টাওয়ার-১, বারিধারা রোড নং-২, পার্ক রোড, সোহরাওয়ার্দী এভিনিউ, দূতাবাস রোড, লেক রোড এবং বারিধারা (রোড নং-১,৩,৪,৫), নর্দ্দা সরকার বাড়ি রোড, নর্দ্দা বাজার, কালাচাঁদপুর, পাকামসজিদ, উত্তর বাড্ডা, প্রগতি সরণির পূর্বপাশ, আদর্শ নগর রোড, বড়টেকপাড়া, মিশ্রি টোলা, পুরাতন থানা রোড, হাসানউদ্দীন রোড, জার্মান অ্যাম্বেসি ও ফ্রান্স অ্যাম্বেসি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft