
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে কম্পিউটার প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে একটি কম্পিউটার প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান হবি, শাহজাহান মিঞা, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রেদওয়ানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল ইসলাম, মশিউর সরকার মিঠু, আব্দুল মতিন সরকার, গোলজার রহমান, ক্বারী আবু জায়েদ খাঁন, শাহজাহান মিয়া, নুরুল আলম ডাকুয়া, এ.কে.এম. শামছুল হক, শহিদুল ইসলাম আকন্দ, ইমান আলী মামুন প্রমূখ।
পরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের নিকট কম্পিউটার হস্তান্তর করেন।