
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার রাত ও মঙ্গলবার ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- দুই বছরের সাজা প্রাপ্ত আসামী ধর্মপুর গ্রামের মৃত ইয়াজল শেখের ছেলে আব্দুল কুদ্দুস।
অন্যান্যরা হলেন দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত ফকির জান এর ছেলে মকবুল হোসেন, উত্তর সীচা গ্রামের মৃত বছিরের ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে আনিছুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা বেগম। দুই বছরের সাজাপ্রাপ্ত আব্দুল কুদ্দুস জিআর ৪৬৭/০৮ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে পালাতক ছিলেন। অন্যরা সকলেই ওয়ারেন্টভুক্ত আসামী বলে থানা সুত্রে জানা গেছে।