
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার উপজেলা হলরুমে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বিআরডিবি চেয়ারম্যান আহসান হাবিব খোকন, উপজেলা সাবেক আ’লীগ সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মনজু, গাইবান্ধা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, ভালোবাসি সুন্দরগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা ও যুবলীগ নেতা রেজাউল আলম রেজা, সমবায়ী শ্যামল কুমার দাশ, আজিজ প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।