
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার গংসারহাটে এ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরুজিত বাবু, উপ-সহকারী প্রকৌশলী তপন চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল মতিন।
আরও উপস্থিত ছিলেন ঠিকাদার খাদেমুল ইসলাম জুয়েল, আমজাদ হোসেন প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট (নবিদেব) প্রকল্পের অর্থায়নে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার ৬’শ ৮৪ টাকা ৮২ পয়সা ব্যয়ে ২ হাজার ৯’শ ৪৪ মিটার রাস্তা পাকা করণ করা হবে।