
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা ও লাটশালার চরে অবৈধভাবে বাস্তভিটা ও আবাদী জমি কেড়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ঐ এলাকার ক্ষতিগ্রস্থ বাস্তভিটা ও আবাদী জমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উক্ত সংগ্রাম কমিটির আহবায়ক মোজাফ্ফর হোসেন মন্ডল মোজার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আহসান হাবীব সাঈদ, বীরেন কুমার শীল, আশরাফুল আলম আকাশসহ ক্ষতিগ্রস্থ বাস্তভিটা ও জমির মালিকরা।
উল্লেখ্য, বেসরকারিভাবে স্যোলার প্লন্ট নির্মাণের নামে বেক্সিমকো কোম্পানি লিমিটেড কর্তৃক ঐ এলাকার বিভিন্ন মসজিদ, মক্তব, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা বাস্তভিটা ও আবাদী জমি কেড়ে নেয়ার প্রতিবাদে ইতোপূর্বে তা উদ্ধার সংগ্রাম কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।