
সরকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে গণ শুনানী চালু করেন। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন প্রতি সপ্তাহের বুধবার উপজেলা চত্বরের গাছতলায় গণ শুনানীর দিন ধার্য করেন। সুন্দরগঞ্জ উপজেলায় প্রশাসন কর্তৃক এই গণ শুনানী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার নেতৃত্বে চলামান গণশুনানী সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। গণ শুনানীর মাধ্যমে আনিত বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান পাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, অনেক সমস্যা নিয়ে সাধারণ মানুষ আমাদের স্বরণাপন্ন হচ্ছেন। তাদের সমস্যা গুলো আমরা শুনছি এবং সমাধান ও পরামর্শ দেয়ার চেষ্টা করছি।