
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চরাঞ্চলের আশ্রয়ন প্রকল্পের আশ্রিতদের মাঝে সহজ শর্তে ৮১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সরকার আশ্রয়ন প্রকল্প-২ এর আশ্রিতদের স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে সমবায় সমিতির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ঋণ বিতরণ করেন। এতে করে উপজেলার হরিপুরের গেন্দুরাম, হপিুর ও ভাটিকাপাসিয়া আশ্রয়ন প্রকল্প-২ এর আশ্রিত ৪’শ ০৫ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে ঋণ প্রধান করেন। আজ শনিবার ঋণের চেক হস্তান্তর করে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডাদার এমদাদুল হক বাবলু, উপজেলা প্রেস ক্লাব’র সভাপতি রাশিদুল আলম চাঁদ, সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর।