
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জামাল হাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে মানববন্ধন শেষে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি জাহেদুল ইসলাম জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, দেশ বাঁচায় নদী বাঁচায় আন্দোলনের আহবায়ক ছাদেকুল ইসলাম দুলাল, আব্দুল খালেক, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল হক, মরহুম আব্দুল হালিমের ছোট ভাই মামলার বাদী আব্দুল হামিদ। আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাফিজ।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে মৃত হালিমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উল্লেখ, ২০১৩ সালের ১৬ নভেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু হয়।
মৃত্যুবার্ষিকীতে হালিমের খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচি পালন করেন।