সিরিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম ও দুটি শরণার্থী শিবিরে রাশিয়ার গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৬ বেসামরিক লোক নিহত হয়েছে। দুটি পৃথক শরণার্থী শিবিরে হামলাগুলো চালানো হয়।
শনিবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে।
আলবু কামাল শহরে চলমান সংঘাত সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এইসব গ্রাম ও শরণার্থী শিবিরগুলো শরণার্থীরা আশ্রয় নিয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দুই দিন আগে ইসলামিক স্টেটের কাছ থেকে আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করে। শনিবার জিহাদিরা শহরটি পুনরায় দখল করার চেষ্টা করে।
মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘শুক্রবার রাত থেকে আলবু কামালের পশ্চিমে আল-সুক্কারিয়াহ্ শরণার্থী শিবিরের কাছে বোমা বর্ষণ করা হচ্ছে। এতে সাত শিশুসহ ১৫ বেসামকির লোক প্রাণ হারিয়েছেন।’
আলবু কামাল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে আরেকটি শরণার্থী শিবির ও বেশ কয়েকটি গ্রামে বোমা বর্ষণ করা হয়েছে। এতে দুই শিশুসহ ১১ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
‘ইসরাইলের আগ্রাসন থেকে আত্মরক্ষার ক্ষেত্রে দোদুল্যমানতায় ভুগবে না সিরিয়া’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উপদেষ্টা বোথাইনা শাবান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন থেকে আত্মরক্ষা করার ক্ষেত্রে দোদুল্যমানতায় ভুগবে না দামেস্ক। একই সঙ্গে সিরিয়া কোনো অবস্থাতেই লেবাননের হিজবুল্লাহর উপর কাউকে হামলা চালাতে দেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, সিরিয়া ও হিজবুল্লাহর ভাগ্য একই সুতায় গাঁথা। ইরান, হিজবুল্লাহ ও সিরিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ট বলেও জানিয়েছে দামেস্ক।
আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হুথি যোদ্ধারা সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালান।
রিয়াদ ওই হামলার পেছনে ইরান ও হিজবুল্লাহর হাত রয়েছে বলে অভিযোগ তুলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। তেহরান ও হিজবুল্লাহ ইয়েমেনকে অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সৌদি হুমকির প্রতি ইঙ্গিত করে সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ওই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসন থেকে আত্মরক্ষা করার ক্ষেত্রেও দোদুল্যমানতায় ভুগবে না দামেস্ক।
সিরিয়ায় সংকট সৃষ্টির পেছনে ইহুদিবাদী ইসরাইলের ভূমিকার কথা উল্লেখ করে শাবান বলেন, সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরাইলের। আর বর্তমানে অন্য কিছু দেশ সিরিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা থেকে স্বার্থসিদ্ধির চেষ্টা করছে তেল আবিব।
লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে বসে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন তার সমালোচনা করে বোথাইনা শাবান বলেন, বিদেশ সফরে গিয়ে এ কাজ করা যথার্থ হয়নি।
সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লেবানন ও সিরিয়ার নিরাপত্তাকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও মন্তব্য করেন।