
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১নং দলদলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নৈশপ্রহরীরা। আজ সোমবার উপজেলা পরিষদ ক্যাম্পাসের সামনে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী সংগঠনের উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসুচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, দপ্তরী কাম নৈশপ্রহরী সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সদস্য আবেদুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা কমিটির সভাপতি মিজান আকন্দ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।উল্লেখ,গত ১৫ অক্টোবর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্যরা উল্লেখিত নৈশপ্রহরীর নামে অভিযোগ করেন।এর প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।