
গাইবান্ধার সাঘাটা উপজেলার ধানঘড়া গ্রামে কবজান বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধ নারী আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ সময় পাশের ঘরে থাকা আরো দুটি গরু পুরে মারা যায়। উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধানঘড়া গ্রামে আজ রবিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবজান বেগম ওই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। প্রত্যক্ষদর্শিরা জানান, ওই বৃদ্ধার বসত ঘরে ভোর তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
এতে তিনি আগুনে পুড়ে অগ্নিদগ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এছাড়াও ওই বসত ঘর সংলগ্ন একটি গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়লে দু’টি গরু মারা যায়। এই অগ্নিকান্ডে গরুসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভুস্মিভুত হয়েছে বলে জানাগেছে।