
রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে রবিবার সকাল সোয়া ৯ টায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা তুনা পরিবহনের একটি বাস লালমনিরহাট যাওয়ার সময় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা একটি বালবাহি ট্রাককে ধাক্কা দেয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পায়রাবন্দ কালিগঞ্জ গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র রং মিস্ত্রী মানিক (২২) মারা যান।
গুরুত্বর আহত ১১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও আরও একজন মারা যায়।