
রংপুরের পাগলাপীরে সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধা ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, দপ্তর সম্পাদক শাহীন আলম প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরে সা¤প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উপর্যুক্ত ক্ষতি পূরণের দাবি জানান।