চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে শনিবার ভয়াবহ এক অগ্নিকান্ডে ১৯ জন মারা গেছে ও আট জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনটিতে আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে এতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। অগ্নিকান্ডের প্রায় তিন ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় দাবানলের লেলিহান
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দাবানলের আগুন যেন কোনোমতেই থামানো যাচ্ছিলো না।
আগুনে মাইলের পর মাইল উজাড় হয়ে যাচ্ছে। এদিকে উদ্ধারকারী দল এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে যারা প্রাণ হারিয়েছে তাদের লাশ উদ্ধারে শিকারি কুকুরকে কাজে লাগিয়েছে।
গত রবিবার থেকে শুরু হওয়া এ দাবানল প্রচন্ত বাতাসের কারণে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কাউন্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
এছাড়া এ দাবানলে ইতোমধ্যে ১ লাখ ৯০ একর ( ৭৬ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮ হাজার কর্মী কাজ করে যাচ্ছে। তবে দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সেখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।
এর আগে গত বছরে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ বলছেন, ওটা ছিল ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।
ওই এলাকায় ৮২ হাজারের বেশি মানুষ বাস করে। দাবানলের নাম দেওয়া হয়েছিল ‘ব্লু কাট’। দাবানলে ঘরবাড়ি পুড়ে যায়। ক্যালিফোর্নিয়া ও নেভাদার মধ্যকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।দাবানলের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।
অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত একটি পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত। এক দিন পরে ওই দাবানল প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়েছিল।