1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিপিএল জুয়ায় বিদেশি সহ ৭৭ জনকে আটক করেছে বিসিবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

 

 

বিপিএল চলাকালে জুয়ায় অংশ নেওয়ায় ১২ বিদেশি সহ ৭৭ জনকে আটক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)’র দূর্নীতি দমন বিভাগ।

বিপিএল চলাকালে জুয়ায় অংশ নেওয়া ৭৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক।

গত কয়েক দিনের অভিযানে ৬৫ বাংলাদেশি ও ১২ বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, মাঠে জুয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে যে ১২ বিদেশি ধরা পড়েছেন, তাদের মধ্যে ১০ জনই ভারতীয়। বাকি দুজন পাকিস্তানি।

এ ব্যাপারে ইসমাইল হায়দার বলেন, যদি পুলিশের হাতে তুলে দেওয়া হয়ও, দু-একদিনের মধ্যেই তারা জামিন নিয়ে বেরিয়ে আসবে। এ কারণে আমরা তাদের মাঠ থেকে বের করে দিয়েছি। পরে যেন আবার মাঠে ঢুকতে না পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

বিসিবির এই কর্মকর্তা সারা দেশে ক্রিকেট নিয়ে জুয়া প্রসঙ্গে বলেনে, ‘গ্যালারিতে থেকে কেউ যেন বাজির সঙ্গে জড়িত থাকতে না পারে সে ব্যাপারে আমরা খুবই সতর্ক। পুরো স্টেডিয়ামে আড়াই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা নিয়ে কাজ করছে।

বিপিএলে আজ মুখোমুখি সিলেট-রাজশাহী, চিটাগং-খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। একই ভেন্যুতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

ছয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স। চার ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। পাঁচ ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। আর পাঁচ ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স।

এই টুর্নামেন্টে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস এর আগে একবার মুখোমুখি হয়েছে। ওই ম্যাচে ৩৩ রানে জিতেছিল সিলেট সিক্সার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৫ রান করেছিল সিলেট সিক্সার্স। পরে রাজশাহী কিংস আট উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল।

চিটাগং ভাইকিংস এবং খুলনা টাইটান্সও এর আগে একবার মুখোমুখি হয়েছে। ওই ম্যাচটি ১৮ রানে জিতে নিয়েছিল খুলনা টাইটান্স। ম্যাচটি প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে খুলনা করেছিল ১৭০ রান। পরে চিটাগং ভাইকিংস সাত উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল।

শেষ পর্যন্ত খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মেঘলা আবহাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টির কারণে শুরু হতে পারেনি ম্যাচটি। বিপিএলের খেলা শুরুর অষ্টম দিনে ম্যাচ বৃষ্টির বাধায় বিঘ্নিত হয়েছে । এর ফলে দুটি দলই পেল একটি করে পয়েন্ট।

এর আগে গতকাল বুধবার সকাল থেকেই গোমরা হয়ে আছে ঢাকার আকাশ। দুপুর নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হওয়ায় বন্ধই রাখতে হয়েছে বিপিএলের আজকের প্রথম ম্যাচটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত বল মাঠে না গড়ালে মাহমুদউল্লাহর খুলনা টাইটানস ও নাসির হোসেনের সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।

গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য কাঁধে কাঁধ মিলিয়েই লড়ছে খুলনা ও সিলেট। চার ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে খুলনা আছে চতুর্থ স্থানে। অন্যদিকে, ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিলেট। যদিও তারা খেলেছে পাঁচটি ম্যাচ।

তবে মুখোমুখি লড়াইয়ে সিলেটকে হারাতে পারলে পয়েন্টের হিসাবে তাদের ধরে ফেলতে পারত খুলনা। আপাতত চতুর্থ স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে খুলনাকে ম্যাচটি মাঠে না গড়ানোর কারণে ।

বিপিএলে আজ সন্ধ্যা ৬টায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। ঢাকার আকাশে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাতে দ্বিতীয় ম্যাচও বৃষ্টির বাধায় বিঘ্নিত হওয়ার সংশয় দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft