
পার্বতীপুর থেকে খুলনাগামী তেলবাহী লরীর (খালি ওয়াগন) সাথে কার্গো ট্রাকের (নম্বর রংপুর-ট, ১১-০৩৪২) সংঘর্ষে হেলপার বিপ্লব (২২) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বড়পুকুরিয়া খনি সংলগ্ন রেল গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম মোঃ জয়নুল। বাড়ী নীলফামারী সদরের খোকসা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট খোলা থাকায় ট্রাকটি পূর্ব থেকে পশ্চিম দিকে আসার সময় রেল লাইনের উপর সংঘর্ষের এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে জিআরপি থানায় আনা হয়েছে।
থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার করণে খুলনা-চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে ৫ ঘন্টা বিলম্ব হয়। রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর থেকে ২ ঘন্টা ৪৫ মিনিট বিলম্বে ছাড়ে।