
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
চলতি পরীক্ষায় উপজেলার ৫টি জেএসসি ও ১টি জেডিসি পৃথক কেন্দ্রসহ পরীক্ষা কেন্দ্র মোট ৬টি। ৬টি কেন্দ্রে ছাড়াও অপর একটি পৃথক ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ২’শ ৮৩ তন্মধ্যে উপস্থিত ৪ হাজার ১’শ ৫৩ এবং অনপুস্থিত ছিল ৭৮ জন পরীক্ষার্থী। জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬’শ ৫৩ জন তন্মধ্যে উপস্থিত ছিল ৫’শ ৭৬ এবং অনপুস্থিত ৭৭ জন।
অপরদিকে, ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষার্থী ছিল ৫’শ ৯১ জন, উপস্থিত ছিল ৫’শ ৭১ এবং অনপুস্থিত ছিল ২০ জন।
কেন্দ্র গুলো হচ্ছে উপজেলার সদরের পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজসহ ভেন্যু কেন্দ্র হিসেবে ছিল পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ।
প্রথম দিনের জেএসসি বাংলা প্রথমপত্র এবং জেডিসি’র কুরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষা চলাকালে সার্বক্ষনিক তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্েদ্রর কেন্দ্র সচিব সুশীল চন্দ্র সরকার, পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল বারী, পলাশবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব একেএম আব্দুর নুর ও ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব সারোয়ার রাবিবসহ পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।