
গাইবান্ধার পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল ও পুজা উদয্াপন কমিটির সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সকল ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।