
এগিয়ে যাচ্ছে কৃষক, কৃষির উন্নয়ন হচ্ছে, বীজ,সার,সেচ ভর্তকি সহ নানা উপকরণ দিয়ে দেশের কৃষি বিভাগ। সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষকগণ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগণ ও স্থানীয় কৃষকরা নবান্ন পিঠা উৎসবের আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে পিঠা উৎসব অনুষ্ঠানে ৫১ প্রকার বিভিন্ন প্রজাতির পিঠা বিতরণ করা হয়।
পিঠা সমূহের মাঝে ছিল-ভাপা, পুলি, পাটিসাপটা, নারকেল, গড়গড়া, দুধপিঠা, গোলাপ পিঠা,সিদ্ধ পিঠা, তাল পিঠা, লুডুস পিঠা, হৃদয় পিঠা, চেচপিঠা, সেমাই পিঠা, কলা,পিঠা, তেল পিঠা, জামাই সোহাগী পিঠা, বধুবরণ পিঠা, নারু পিঠা, চিতাই পিঠা ও ৬ প্রকার পায়েসসহ প্রায় ৫১ প্রকার পিঠার উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা সমূহ বিতরণ করেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে-পারভিন চৌধুরী, মাহাবুবা খাতুন, ছালমা আক্তার, সুমি সরকার, আশরাফুল ইসলাম, কার্তিক চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন,সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা রাণী ও আলেফা বেগমসহ অন্যান্যরা।