
আজ ০৩ নভেম্বর ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত ৪ নেতার স্মরণে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে চৌমাথায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,
শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন সরকার, গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, ছাত্রলীগ নেতা শাফিকুল ইসলাম বাপ্পী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ও মৎস্যজীব লীগ নেতা শেখ তোতা প্রমুখ। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।