
“যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস ২০১৭ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, গাইবান্ধা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃদাঃ) মো. তোফায়েল আহম্মেদ খান, ক্রেডিট সুপারভাইজার ফজুলল হক, এনামুল হক স্বপন ও অফিস সহকারী আলমগীর হোসেন প্রমুখ। শেষে যুব এবং যুবাদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরণসহ ঋণের চেক হস্তান্তর করা হয়।