1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পদত্যাগ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

সূত্রটি জানায়, দক্ষিণ আফ্রিকা সফরের পর ছুটিতে থাকা হাথুরুসিংহে গত কয়েকদিনে বিসিবির কোনো যোগাযোগে সাড়া দেননি। তবে বিসিবি যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বক্তব্য শোনার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করবে বোর্ড। এরপর সিদ্ধান্ত হতে পারে, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিতে পারেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চলছে শ্রীলঙ্কা ক্রিকেটের। হাথুরুসিংহের ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলানা সামারাবিরাকে কদিন আগে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। এটিও একটি ইঙ্গিত।

প্রসঙ্গত, দারুণ বিপর্যয়ের দক্ষিণ আফ্রিকা সফর শেষে হাথুরুসিংহে বাংলাদেশে ফেরেননি। তিনি ছুটি কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ক্রিকেটের বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকইনফোও হাথুরুর পদত্যাগের খবর জানিয়েছে। তবে তারাও বিসিবির কাছ থেকে খবরটা নিশ্চিত করতে পারেনি।

এর আগে গেল বছরের অক্টোবরেও একবার বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন হাথুরুসিংহে। কিন্তু বিসিবি সেটা গ্রহণ করেনি। বোর্ড তখন প্রতিশ্রুতি দিয়েছিল যেসব বিষয় নিয়ে প্রধান কোচেন অসন্তোষ সেগুলো তারা মিটিয়ে ফেলবে। এরপর সবকিছু ভালো যাচ্ছিল। হাথুরুসিংহ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তো আগেই। তবু কোথাও ফাঁক ছিল।

দক্ষিণ আফ্রিকা সফরে যখন বাংলাদেশ একের পর এক বাজে পারফরম্যান্স দিয়ে যাচ্ছিল তখন তো বাংলাদেশ কোচ একবারও মিডিয়ার সামনে আসেননি। যতবার অনুরোধ করা হয়েছে, প্রত্যাখ্যান করেছেন তা।

২০১৪ সালের মে মাসে হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন। ২০১৫ সালের বিশ্বকাপ এবং পরবর্তী সময়ে তার অধীনে বাংলাদেশ দারুণ পারফর্ম করতে থাকে। ২০১৫ বিশ্বকাপের সুপার এইটে খেলেছে প্রথমবার। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে বাংলাদেশ দল। এরপর ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করে। ৪৯ বছরের হাথুরুসিংহের সাথে বিসিবি চুক্তি নবায়ন করেছিল এক বছর আগেই।

রাতেই মাশরাফির বাসায় গেলেন শুভাশিস
মাশরাফির সাথে শুভাশিস রয়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণকে ঘিরে গোটা দেশের ক্রিকেট অঙ্গনে যখন সমালোচনা ঝড় বইছে। ঠিক তখনই নিজেকে সমালোচনার হাত থেকে বাঁচাতে সেই মাশরাফির দারস্ত হলেন শুভাশিস। খেলা শেষে বুধবার রাতেই মাশরাফির সাথে ফেসবুক লাইভে আসেন তিনি।

বুধবার চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে মাশরাফির সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে শুভাশিস। ম্যাচের তখন১৭তম ওভারের খেলা চলছিল। ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। আর বোলার চিটাগং ভাইকিংসের শুভাশিস রায়। বলটি রক্ষ্মণাত্মক ভঙ্গিতেই খেললেন মাশরাফি। বল চলে গেলো সোজা বোলার শুভাশিসের হাতে।

শুভাশিস চেয়েছিলেন বলটি থ্রো করতে; কিন্তু করলেন না। বল ছোঁড়ার ভঙ্গি করলেন। এসময় মাশরাফি তাকে বল ছুড়তে নিষেধ করে বোলিং প্রান্তে ফিরে যেতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে মাশরাফির দিকে তেড়ে গেলেন শুভাশিস। পিচের মধ্যেই কথার লড়াই শুরু হয়ে গেল মাশরাফি-শুভাশিসের। তবে শুভাশিসের আচরণ ছিলো দৃষ্টিকটু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft