1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বদলী : নতুন পুলিশ সুপার সারওয়ার আলম ফুলছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুইজন আটক পোশাকের রং বদলায়, কিন্তু বদলায় কি পুলিশের আচরণ? গাইবান্ধায় এনসিপির মনোনয়ন ফরম তুলেছেন যারা পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক কমিটি অনুমোদন রাজশাহীতে বিচারকপুত্র হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-বহির্ভূত ৫৭টি আদেশে ডিপিসি স্থবির—১২ বছরেও প্রথম পদোন্নতি পাচ্ছেন না বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা।

দ্বিতীয় দিনে আয়কর আদায় ৫৪৩ কোটি ৩১ লাখ টাকা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

আয়কর মেলার দ্বিতীয় দিনে আয়কর আদায় হয়েছে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকা। যা গত বছরের আয়কর মেলার দ্বিতীয় দিনের তুলনায় ৯ কোটি ৬১ লাখ ৫৪৫ টাকা বেশি। এখানে প্রবৃদ্ধি ১.৮০ শতাংশ।

বৃহস্পতিবার মেলা শেষে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ নিশ্চিত করেছেন। মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে করসেবা প্রদান করা হয়।

সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৭ এর দ্বিতীয় দিনে ঢাকাসহ ৫০টি জেলা ও ৭টি উপজেলাসহ ৫৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এবছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আয়কর মেলার দ্বিতীয় দিনে ১ লাখ ৫৩ হাজার ২৬৭ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। রিটার্ণ দাখিল করেছেন ৩৯ হাজার ৩৫১ জন। অন্যদিকে ২০১৬ সালের একই দিনে সেবা নিয়েছিলেন ১ লাখ ২৩ হাজার এবং রিটার্ন দাখিল করেছিলেন ২০ হাজার ৬৫৭ জন করদাতা।

আজকে আয়কর মেলার দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ৪৮ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক কর শিক্ষণ ফোরামে অংশ নেয়। শিক্ষার্থীরা ‘আয়করের ভূমিকা: বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের আয়করের ভূমিকা’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ১০ জন শিক্ষার্থীকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আয়কর মেলার মাধ্যমে এনবিআর করদাতাদের মনোযোগ আকর্ষণ ও সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। একই সাথে সরকারের আয়কর আহরণের যে লক্ষ্য এবং মানুষকে মেরুদন্ড সোজা করে চলতে শেখানোর কাজটি করছে এ আয়কর মেলা নতুন মাত্রা সংযোজন করেছে। আয়কর বিষয়ে আমাদের ভেতর সব সময় একটি নৈতিবাচক মনোভাব কাজ করে। কর দেওয়ার পরিবেশ সৃষ্টি হওয়ায় মানুষ আগের চেয়ে অনেক বেশি কর দিচ্ছেন।

গতকাল আয়কর মেলার প্রথমদিনে আয়কর মেলার প্রথমদিনে সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২জন করদাতা। আয়কর আদায় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা। রিটার্ন দাখিল করেছেন ৩১ হাজার ৪১জন।

আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এবার মেলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। প্রথমবারের মতো করদাতাদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হয়েছে। ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করায় করদাতাদের সন্তোষ প্রকাশ করেছেন।

মেলায় ১০টি বুথ থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। মেলায় ১০২টি বুথ থেকে করসেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্পডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের ১টি বুথ, সঞ্চয় অধিদপ্তরের ১টি, কাস্টমসের ১টি, মূসকের ১টি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ১টি, মুক্তিযোদ্ধা ১টি বুথ, সিনিয়র সিটিজেন ১টি বুথ, প্রতিবন্ধী ১টি বুথ, মিডিয়া সেন্টার, মেডিক্যাল টিম ১টি বুথ, ই-টিআইএন ৩টি বুথ, বিসিএস কর একাডেমির ১টি বুথ।

আরো রয়েছে, আইআরডি ১টি বুথ, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনাল ১টি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ১টি বুথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজি ১টি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ৪টি, ই-টিআইএন ৪টি, লাইভ টেলিকাস্ট ১টি, কর শিক্ষণ ফোরাম ১টি, নামাযের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ড ১০টি বুথ, ই-ফাইলিং ৩টি বুথ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশ ১টি।

পুরো মেলায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে প্রদান করা হবে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল চলাচল করছে। মেলায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হচ্ছে। এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যেকোন করদাতা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে রিটার্ন দাখিল করতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft