
দৈনিক রুপবাণী জাতীয় পত্রিকার সম্পাদক ফারুক আহম্মেদের বিরুদ্ধে ঢাকাস্থ্য গ্যান্ডারিয়া থানা পুলিশের মিথ্যা মামলা দ্বায়েরের প্রতিবাদে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে আজ শনিবার বিকেল ৩টায় ফোরাম সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, সাহিত্য ও প্রচার সম্পাদক কিকম শিখা দত্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ, নূর আলম আকন্দ ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, সম্পাদক ফারুক আহম্মেদের বিরুদ্ধে পুলিশের করা মিথ্যা মামলাটি পিবিআই,র্যাব সহ সকল গোয়েন্দা সংস্থার নিকট মামলাটি তদন্ত স্বাপেক্ষে অতি শীঘ্রই প্রকৃত সত্য ঘটনা উদঘটনের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন।