
বিনোদন ডেস্ক: চলতি বছর শেষের দিকে মুক্তি পাচ্ছে পরী মনি অভিনীত দুটি সিনেমা ‘অন্তর জ্বালা ও ‘ইনোসেনট লাভ’। সিনেমা দুটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান ও নবাগত জেফ। ‘অন্তর জ্বালা’ পরিচালনা করেছেন মালেক আফসারী ও ‘ইনোসেন্ট লাভ’ পরিচালনা করেছেন অপূর্ব রানা।
দুটির মধ্যে কোন ছবিটিকে পরী এগিয়ে রাখবেন জানতে চাইলে পরী বলেন, ‘দুটি ছবিই আমার কাছে ভীষণ আপন। এগুলো আমার ক্যারিয়ারের দুই সময়ের হলেও একই মাসে মুক্তি পাচ্ছে। এসবের মধ্যে ‘ইনোসেন্ট লাভ’ ক্যারিয়ারের শুরুর দিকের ছবি। বলতে গেলে আমার অভিনীত চার নম্বর ছবি ছিল এটি। তাই ওই সময়ে আমি কেমন ছিলাম, দর্শক তা পর্দায় উপভোগ করতে পারবেন। ‘ইনোসেন্ট লাভ’ ছবিটিতে ইনোসেন্ট লুকের পাশাপাশি আমাকে সেভাবে গল্প দিয়েও উপস্থাপন করার চেষ্টা করেছেন পরিচালক। আর ‘অন্তর জ্বালা’ ছবিতে দর্শক একজন পরিপক্ক আর্টিস্টকে দেখতে পাবেন। ‘অন্তর জ্বালা’ ছবির মধ্যে জ্বালাটা কি প্রেমের ? এমন প্রশ্নের জবাবে পরীর জবাব, না। এটি প্রেমনির্ভর না, জীবননির্ভর ছবি। প্রেম ছবির একটি অংশ মাত্র। এখানে ছবি দেখার পর যে উচ্চারণ করবে জ্বালা সে-ই অনুভর করতে পারবে মূলত কিসের জ্বালার কথা বলতে চেয়েছেন পরিচালক। ছবিতে হিন্দু পরিবারের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আশা করি, ১৫ই ডিসেম্বর সবাই প্রেক্ষাগৃহে ছবিটি দেখবেন এবং এটি পছন্দ করবেন ‘
এরপর ভারতের সৈনক মিত্রের পরিচালনায় স্যান্ডলিনা বিউটি সোপের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন পরী। নতুন নতুন ছবি ও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের প্রস্তাব প্রায় সময়ই পান এ অভিনেত্রী। কিন্তু সেসবের অধিকাংশই তিনি ফিরিয়ে দেন।
কেন জানতে চাইলে পরীমনি বলেন, ‘আমি প্রতিটি কাজকে অনেক সম্মান করি। তবে আমি এখন অনেক বুঝে শুনে কাজ করতে চাই। আর একজন শিল্পীর ভালো মন্দ বাছাইয়ের ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। কোনো ছবিকে বা কাজকে ছোট করে বলছি না, আমার যে কাজটি মনে ধরবে সেটা আমি অবশ্যই করব।’
তবে চলতি বছরটি কেমন কেটেছে পরীর জানতে চাইলে এক কথায় তিনি বলেন, ‘বেশ ভালো কেটেছে। বছরের শুরুতে, মাঝে এবং শেষে দর্শকদের ভালো কাজ দেবার চেষ্টা থাকে আমার। আর হিসেব করলে দেখা যাবে এ বছরটিও সেভাবে কাটছে। দিন যাবে মানুষের প্রত্যাশা বাড়বে, এটাই স্বাভাবিক। আর আমিও সামনে ভালো কাজ দেবার চেষ্টা করব।’
এছাড়া সামনে চাইনিজ একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘চেজিং মার্ডার’। নির্মাণ করবেন হুজিয়াহুই ও ডেনিপ্যাং। পরবর্তীতে নতুন ছবির খবর কবে দিবেন জানতে চাইলে সবশেষে পরীমনি বলেন, ‘নতুন বছরে নতুন ছবির খবর দিতে চাই। এখনই সব বলতে চাই না। কিছু চমক আমার হাতে থাক।’