1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল “যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ”- এটিএম আজহারুল ইসলাম। তারাগঞ্জে মোবাইল কোর্টে নেশাগ্রস্ত অবস্থায় যুবক আটক, ৪ মাসের কারাদণ্ড গাজায় যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১০০ শিশু নিহত : জাতিসংঘ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের ২০টি স্থানে ড্রপডাউন নির্দেশনা ব্যানার স্থাপন গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ২১ ধাপ পিছিয়েছে ভারত

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় টানা তৃতীয়বারের মত শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)’র সদ্য প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৭’ অনুযায়ী গতবারের চেয়ে ২৫ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৪৭তম। যুক্তরাষ্ট্রও বাংলাদেশের চেয়ে পিছিয়ে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম।

বাংলাদেশের তুলনায় দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো অনেক পিছিয়ে৷ মালদ্বীপ (১০৬), ভারত (১০৮), শ্রীলংকা (১০৯), নেপাল (১১১), ভুটান (১২৪) এবং পাকিস্তান (১৪৩)।

২০০৬ সাল থেকে বৈশ্বিক জেন্ডারসমতা সূচকে প্রকাশ করছে ডব্লিউইএফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই সূচকে নারী-পুরুষের বৈষম্য ও বিভিন্ন সময়ে এ বৈষম্য দূরীকরণে দেশগুলোর অগ্রগতি তুলে ধরা হয়। স্বাস্থ্য ও গড় আয়ু, শিক্ষার সুযোগ, অর্থনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক ক্ষমতায়ন-মূলত এ চারটি ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

এবার ১৪৪টি দেশের এ তুলনামূলক বিশ্লেষণ হয়। এ রিপোর্টে বাংলাদেশের দুই ধাপ নীচে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

গত বছর দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে পেছনে ফেলে বিশ্বের ১৪৫টি দেশের তালিকায় ৬৪তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। আর ২০১৪ সালে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৬৮তম অবস্থানে।

এছাড়াও গত ৫০ বছরে সবচেয়ে বেশি সময় নির্বাচিত নারী রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান থেকেছেন এমন দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের পর ভারত, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নরওয়ে, ফিনল্যান্ড, লাইবেরিয়া ও যুক্তরাজ্য রয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংস্থাটির রিপোর্টে আরো দেখা যাচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে বেশ কয়েকটি দেশের সাথে যৌথভাবে শীর্ষ স্থানের রয়েছে বাংলাদেশ।

ভারতের ২১ ধাপ পতন

ডব্লিউইএফ’র রিপোর্টে দেখা যায়, জেন্ডারসমতায় ভারতের অবস্থান ২১ ধাপ নিচে নেমে ১০৮তম দাঁড়িয়েছে। অর্থনীতিতে নারীদের কম অংশগ্রহণ ও নিম্ন মজুরির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে রিপোর্ট উল্লেখ করা হয়।

গতবছর ভারতের অবস্থান ছিলো ৮৭। ২০০৬ সালে যখন প্রথম এই রিপোর্ট তৈরি করা হয় তখনও দেশটির অবস্থান বর্তমানের চেয়ে ১০ ধাপ উপরে ছিলো।

রিপোর্টে বলা হয়, ভারত তার জেন্ডারসমতা ৬৭ শতাংশ কমাতে পেরেছে। কিন্তু দেশটি তার অনেক প্রতিবেশি বাংলাদেশ (৪৭তম) এমনকি চীন (১০০তম) থেকেও পিছিয়ে আছে।

ভারতের সমস্যা

ভারতের মূল সমস্যা অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও তাদের জন্য সুযোগ। রিপোর্টে বলা হয়, ‘ভারতে কর্মক্ষম নারীদের ৬৬ শতাংশ মজুরি পান না।’

স্বাস্থ্য ও বেঁচে থাকর উপকরণের ক্ষেত্রেও ভারত অনেক পিছিয়ে আছে, এ ক্ষেত্রে দেশটির বৈশ্বিক র‌্যাংকিং ১৪১- সবচেয়ে নিম্নে অবস্থানকারী দেশটি থেকে মাত্র চার ধাপ উপরে।

ভারতের অবস্থান পিছিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক ক্ষমতায়ন, আয়ু ও মৌলিক শিক্ষার অভাবকেও দায়ি করা হয়।

বিশ্বের অবস্থা

বৈশ্বিক জেন্ডারসমতা সূচকে এবারো শীর্ষে রয়েছে আইসল্যান্ড৷ নবম বারের মতো দেশটি এ তালিকার শীর্ষে অবস্থান করছে৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে ও ফিনল্যান্ড। এ তালিকায় জার্মানির অবস্থান ১২তম। আর সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে ইয়েমেন।

রিপোর্টে বলা হয়, গত বছর যে ১৪২টি দেশ এ তালিকায় ছিল, তাদের মধ্যে ৮২টি দেশ সার্বিক বিচারে জেন্ডারসমতার ক্ষেত্রে এগিয়েছে। এছাড়াও, গত বছরের তুলনায় এবার অনেক বেশি দেশ জেন্ডারসমতার ক্ষেত্রে প্রথমবারের মতো উল্লেখযোগ্য অবস্থানে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft