
বহু আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে অবশেষে গেল মাসের ১৯ তারিখ চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। চীনে যাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন এই সুন্দরী।
একের পর এক বিভিন্ন প্রোগ্রাম করেই যাচ্ছিলেন জেসিয়া নাচের মহড়া, চীনের দর্শনীয় স্থানে বেড়ানো, দেশটির ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ যেন কোন ভাবেই স্বস্থির দম নিতে দিচ্ছে না তাকে।
সামনে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নিজেকে প্রমাণের পরীক্ষা জেসিয়ার। বুধবার রাতে তাকে অংশ নিতে হয়েছে হেড টু হেড চ্যালেঞ্জে। এই আয়োজন সরাসরি দেখা যাচ্ছে মিস ওয়ার্ল্ড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

হেড টু হেড চ্যালেঞ্জের জন্য ১২০ দেশের প্রতিযোগীদের ২০টি দলে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রাখা হয়েছে ছয় জন করে। ড্রয়ের মাধ্যমে প্রত্যেকের গ্রুপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ সিক্সে আছেন জেসিয়া। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। এ পর্ব শেষে প্রতিযোগীদের ভোট দেওয়ার প্রক্রিয়া জানানো হবে।
এর আগে মঙ্গলবার ওভারসিস চাইনিজ টাউন ইস্ট শেনজেনে হেড টু হেড চ্যালেঞ্জের ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো যুক্ত হওয়া এ বিভাগের ফল থেকে চূড়ান্ত হবে শীর্ষ ৪০ প্রতিযোগী ‘ফাইনাল ফোর্টি’।

শীর্ষ ৪০-এর প্রতিযোগীরা টপ মডেল, ট্যালেন্ট, মাল্টিমিডিয়া, স্পোর্টস, বিউটি উইথ অ্যা পারপাস বিভাগগুলোতে অংশ নেবেন। এরপর গালা রাউন্ড, যেখানে থাকবেন সেরা ২০ প্রতিযোগী।
গত ২৬ অক্টোবর চীনের শেনজেন শহরে মিস ওয়ার্ল্ড দাতব্য নিলাম অনুষ্ঠানে প্রতিযোগীদের মঞ্চে স্বাগত জানান বর্তমান বিশ্বসুন্দরী পুয়ের্তোরিকোর স্টেফানি দেল ভালে। এ সময় ইংরেজি ও চীনা ভাষায় প্রতিযোগীদের দেশের নাম বলা হয়। প্রত্যেক প্রতিযোগী নিলামের জন্য নিজ নিজ দেশের একটি করে উপহার নিয়ে যান। এরপর গত ২৯ অক্টোবর চীনের হুয়াংশানের ইয়েলো মাউন্টেনে মিস ওয়ার্ল্ড উৎসবের উদ্বোধন হয়।
আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি।