
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকের ঘরে নতুন ধান তোলার আগমনে নবান্ন উৎসব উদযাপনে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, খাদ্য কর্মকর্তা আবুল হায়াৎ, হিসাব রক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।