
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার। আজ সোমবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা হলরুমে উপকর কমিশনার সার্কেল-২১ গোবিন্দগঞ্জ গাইবান্ধা কর অঞ্চল বগুড়া জনাব মোহাম্ম দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ বনিক সমিতির সভাপতি নাজমূল হোদা টুকু প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত জহিরুল হক , খাদ্য কর্মকর্তা আহাদ আলী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সকলের উদ্দেশ্যে আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদারিত্ব সহ দেশ প্রেম ও সম্পদের বৈধ্যতা নিশ্চিত করার আহবান জানান।