
গাইবান্ধা সদর উপজেলায় সাইফুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম ফলিয়া গ্রামের মৃত দছিজল হকের ছেলে। আজ সোমবার দুপুরে গাইবান্ধা শহরের অদুরে বানিয়ারজান গুয়ারভিটা এলাকার আলাই নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার এসআই নওশাদ আলী জানান, গত শনিবার সকালে বাড়ীর পাশে আলাই নদীতে সাইফুল মাছ ধরতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে বানিয়ারজান গুয়ারভিটা এলাকার আলাই নদীর তীরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।