
৭ মার্চের ঐতিহাসিক ভাষন বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, যুগ্ম আহবায়ক রাহাত মাহামুদ রনি, আলহাজ্ব শাহরিয়ার আহম্মেদ শাকিল প্রমুখ। আনন্দ মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে আবু বকর সিদ্দিক, ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, রনজিৎ বকসী সুর্য্য, মাসুদ রানা, আনোয়ারুল কবীর সজল, মোসাদ্দেক হোসেন মামুন অংশ নেন।