1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

‘উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে পরাজিত হবে যুক্তরাষ্ট্র’

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করলে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে উত্তর কোরিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা অনেক কম। এমনকি সেখানে যুদ্ধের রসদ সরবরাহেও ঘটবে বিপত্তি। মিত্র দেশগুলোও এক্ষেত্রে উত্তর কোরিয়াকে মোকাবিলা করতে সক্ষম হবে না।

যুক্তরাষ্ট্রের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জ্যাঁ-মাক জোয়াস এ সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে। বেশ আগেই তিনি এমন সতর্কবার্তা দিয়ে চিঠি লিখেছিলেন প্রশাসনের কাছে। তার সেই চিঠি এখন ফাঁস হয়ে গেছে। তা থেকেই জানা যাচ্ছে এমন সব কথা।

তিনি আরো সতর্কতা দিয়ে বলেছিলেন, মার্কিন সেনাদের ঘাঁটিগুলোতে গতানুগতিক বা রাসায়নিক হামলা হতে পারে। ফলে তাতে পুরোদমে যুদ্ধে লিপ্ত হতে বিলম্ব ঘটতে পারে।

লেফটেন্যান্ট জেনারেল জ্যাঁ-মাক জোয়াস ওই চিঠিটি লিখেছিলেন কংগ্রেস সদস্যদের কাছে। তা নজরে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন নিউজউইকের। তারা সেই চিঠি হাতেও পেয়েছে। এতে দেখা যাচ্ছে কংগ্রেস সদস্যদেরকে উদ্দেশ্য করে লেফটেন্যান্ট জেনারেল জ্যাঁ-মাক জোয়াস বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনযন্ত্রের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালানো হলে তা পূর্ণাঙ্গ যুদ্ধে রুপ নিতে পারে। এতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং এতে বিপুল পরিমাণ মানুষ হতাহত হবে। উদ্ধার অভিযান সঙ্কটে পড়বে। সেখানে যুদ্ধে লিপ্ত নয় এমন এক লাখের বেশি মার্কিনি আছেন। তাদেরকে উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। যুদ্ধ শুরু হয়ে গেলে এসব মার্কিন নাগরিক কোরিয় উপদ্বীপ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে জমায়েত হবে। তারা চাইবে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হোক। যুদ্ধ শুরু হয়ে গেলে উত্তর কোরিয়া যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এমনটা বলা যায় না।

উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারি থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত ইউএস ফোর্সেস কোরিয়ার ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল (অব) জোয়াস।

তিনি ওই চিঠিতে বলেছেন, দক্ষিণ কোরিয়ায় তখন যুক্তরাষ্ট্রের সেনা সদস্য প্রায় ২৮ হাজার ৫০০।

ওদিকে বিশেষজ্ঞরা মনে করে, উত্তর কোরিয়ার সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয় তা হবে সর্বাত্মক। ব্যাপক রক্তপাতের। কারণ, দক্ষিণ কোরিয়ার সিউলের দিকে তাক করা আছে উত্তর কোরিয়ার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। নিরস্ত্রীকরণ এলাকা থেকে এই সিউল মাত্র কয়েক মাইল দূরে। ওদিকে এমন যুদ্ধ শুরু হলে তা হবে বিপর্যয়কর এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস।

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)-এর মতে, উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে সদস্য রয়েছেন ১১ লাখ। সিএফআর তার সাম্প্রতিক বিশ্লেষণে বলেছে, উত্তর কোরিয়া পুরনো অস্ত্রশস্ত্র ও প্রযুুক্তি ব্যবহার করে। কিন্তু সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা তা বলে না। এ থেকে ধরে নেয়া যায় উত্তর কোরিয়ার হাতে রয়েছে ভয়াবহ সব পারমাণবিক অস্ত্র। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে গিয়ে আঘাত করতে সক্ষম। পুরনো অস্ত্র ও প্রযুুক্তি তাক করা আছে সিউলের দিকে।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জোয়াসের চিঠির খবরটি এমন এক সময়ে বেরিয়ে এলো, যখন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ট্রিগারে একটি চাপ লাগতেই শুরু হয়ে যেতে পারে ভয়াবহ যুদ্ধ। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক এ সময়ে রয়েছেন এশিয়া সফরের মাঝামাঝি সময়ে।

তবে এত দিন ট্রাম্প উচ্চস্বরে কথা বললেও তার কণ্ঠ অনেকটা নমনীয় হয়ে আসছে বলে মনে হরা হচ্ছে। তিনি সিউলে বলেছেন, উত্তর কোরিয়ার আলোচনার টেবিলে আসা উচিত। এমন চেতনা জাগা উচিত তাদের মধ্যে। উত্তর কোরিয়ার মানুষ ও বিশ্ববাসীর জন্য উত্তম এমন একটি চুক্তিতে পৌঁছা। এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে তিনি কড়া বক্তব্য রেখেছিলেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে। বলেছিলেন, তারা যদি প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি বন্ধ না করে তাহলে ‘আগুনে জবাব’ দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft