
২০১৪ সালের ২৩ নভেম্বর ঢালিউডের তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে এই তারকাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। একমাত্র পুত্র সন্তানের রেখেছেন আরিজ ইবনে জলিল।
ইতোমধ্যে আরো একজন অতিথির আগমন ঘটেছে এই তারকা দম্পতির ঘরে। তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি জানিয়েছেন অনন্ত নিজেই। সফল এই ব্যবসায়ী নিজের ফেসবুক পেজে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে।

আজ সোমবার (১৩ নভেম্বর) অনন্ত তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেগুলোতে দেখা যাচ্ছে তার বড় ছেলে আরিজ ইবনে জলিলের কোলে ছোট ছেলে। এছাড়া অনন্ত নিজের কোলে ছোট ছেলেকে নিয়ে তাকিয়ে আছেন। শুধু তাই নয়, স্ত্রী বর্ষার কোলে নবজাতক শিশুর দিকে তাকিয়ে দেখছেন অনন্ত ও বর্ষা। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের নামও রেখেছেন এই তারকা দম্পতি। বড় ছেলে আরিজ ইবনে জলিলের নামের সঙ্গে মিলিয়েই ছোট ছেলের নাম রেখেছেন আবরার ইবনে জলিল।
অনন্ত তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে আবরার ইবনে জলিল। আর বড় ছেলে আরিজ ইবনে জলিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি। আমি অনেক আনন্দিত। তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘খোঁজ দ্য সার্চ’ এ জুটি হয়ে দর্শকদের সামনে আসেন অনন্ত ও বর্ষা। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।