বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা কার্লোস পুজদেমনসহ তার চার সাবেক উপদেষ্টা।
রবিবার সকালে বেলজিয়ামের ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তারা।
বেলজিয়ামের প্রসিকিউটরের দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার সকালে আদালতে তোলার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, স্প্যানিশ আদালতের দায়ের করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানায় ওই পাঁচজনকে ফেরত পাঠানো হবে, নাকি জামিনে মুক্তি দেওয়া হবে।
স্বাধীনতা ঘোষণার নামে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে স্পেনের একটি আদালত গত শুক্রবার পুজদেমনসহ স্বাধীনতাকামী পাঁচ কাতালান নেতার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর মধ্যে পুজদেমন ছিলেন স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট। বাকি চারজন হলেন তার সরকারের কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।
গত ২৭ অক্টোবর কাতালুনিয়ার পার্লামেন্টে স্বাধীতার ঘোষণা আসার পর আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের শাসন জারি করে স্পেন। সেই সঙ্গে পুজদেমন ও তার মন্ত্রীদের বরখাস্ত করা হয়।
এরপর কাতালুনিয়ার স্বাধীনতাপন্থী এই নেতাদের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু তার আগেই চার সহযোগীকে নিয়ে বেলজিয়ামে চলে যান পুজদেমন।
আদালতের সমনে হাজির না হওয়ায় গত শুক্রবার স্পেনের একজন বিচারক ওই পাঁচজনের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুজদেমন এর আগে বলেছিলেন, সুবিচারের নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরতে চান না। স্বাধীনতার দাবি আরো জোরদার করতে স্বাধীনতাপন্থী দলগুলোকে একজোট হয়ে ডিসেম্বরের আঞ্চলিক নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা পুজদেমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজদেমন ও তার চার সহযোগীর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্প্যানিশ আদালত। স্প্যানিস কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার পর থেকে তিনি ও তার চার সহযোগী এখন বেলজিয়ামে রয়েছেন।
বৃহস্পতিবার মাদ্রিদের উচ্চ আদালতে শুনানিতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় পুজদেমনসহ পাঁচ জনের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়।
এদিকে, হাজিরা দেয়ার পর আঞ্চলিক সরকারের আরো নয় সাবেক সদস্যকে কাস্টডিতে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে একজনকে ৫০ হাজার ইউরোর জামিনে ছেড়ে দেয়া হয়।
মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও অর্থ অপব্যবহারের অভিযোগ আনে।
পুজদেমন জানিয়েছেন, নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা না পেলে তিনি আর স্পেনে ফিরবেন না। এদিকে, বেলজিয়াম এই গ্রেপ্তারি পরোয়ানা খতিয়ে দেখবে বলে রাজ্যটির একজন অভিশংসক জানিয়েছেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুজদেমন স্পেন সরকারের ডাকা কাতালোনিয়ার ২১ ডিসেম্বরের নির্বাচনে দাঁড়াতে পারবেন না।
স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। এরপর স্বাধীনতার ঘোষণাকে অবৈধ ঘোষণা করেন স্পেনের সাংবিধানিক আদালত।
স্পেনের এই সংকটের জন্য পুজদেমনকে দায়ী করা হচ্ছে। এর আগেই কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় আগাম নির্বাচনের ঘোষণা করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
কাতালান পার্লামেন্ট একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকার পুজদেমন ও তার সরকারকে বরখাস্ত করে।