
পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ জন পুলিশ কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি মো. হারুন-অর-রশীদ, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির ডিসি মহাঃ আশরাফুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির ডিসি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তর এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির ডিসি মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএনের পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া।
আরো পদন্নতি পেয়েছেন, মো. মাহবুবুর রহমান ভূইয়া, এআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকা, বেগম আতিকা ইসলাম, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, মো. রুহুল আমিন বিপিএম, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বাসুদেব বনিক, উপ-পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট, মো. সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম, মো. মোজাম্মেল হক বিপিএম,-, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, মো. রফিকুল হাসান গনি, পুলিশ সুপার, শেরপুর জেলা, মাহফুজুর রহমান বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ, মো. রেজাউল হক, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মনির হোসেন, অতিরিক্ত পরিচালক (পুলিশ সুপার), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
এ কে এম নাহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, মো. মনিরুজ্জামান বিপিএম, (বার), এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, মো. মিজানুর রহমান (বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়ীয়া, মো. মুনিবুর রহমান, পুলিশ সুপার, মাগুরা, পরিতোষ ঘোষ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা, সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল, মো. মজিদ আলী বিপিএম, পুলিশ সুপার, পিবিআই, ঢাকা, জয়দেব কুমার ভদ্র, উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, কাজী জিয়া উদ্দিন, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও মো. আসাদুজ্জামান বিপিএম-, পুলিশ সুপার, বগুড়া।
পুলিশ প্রশাসনে বড় রদবদল আসছে
পুলিশ প্রশাসনে শিগগিরই বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত আইজি পর্যন্ত এ রদবদল হবে। জানুয়ারির শেষ দিকে বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের অবসরে যাওয়ার কথা। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়েও নানা আলোচনা শোনা যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ে। পরবর্তী আইজিপি হওয়ার দৌড়ে এতদিন ৩ জনের নাম আলোচনায় ছিল। সেখানে আরও একজনের নাম যুক্ত হয়েছে।
গত ১৮ অক্টোবর পুলিশের ২০ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এদের মধ্যে ৫ জন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি এবং ১৫ জনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তাদের এখনো পদায়ন করা হয়নি। পদোন্নতির আদেশ জারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি আদেশে পদোন্নতিপ্রাপ্তদের স্বপদে দায়িত্ব পালন করতে নির্দেশ দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এসব কর্মকর্তা পছন্দের জায়গায় বদলি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সবচেয়ে বেশি তদবির হচ্ছে ঢাকা রেঞ্জের ডিআইজি পদ নিয়ে। ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্তদের একটি বড় অংশই এ পদে যেতে তদবির করছেন।
অন্যদিকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে কোথায় দেওয়া হবে তা নিয়েও চলছে নানা হিসাবনিকাশ। তাকে একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
অন্যদিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত সিআইডির ডিআইজি আবদুস সালাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মহসিন হোসেন, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. নওশের আলী এবং এসবির ডিআইজি মীর শহীদুল ইসলামকে কোথায় পদায়ন করা হবে তা নিয়েও নানা হিসাবনিকাশ চলছে। এদের মধ্যে মীর শহীদুল ইসলামকে অপেক্ষাকৃত ভালো পদে পদায়নের কথা শোনা যাচ্ছে।