
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবনে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ী ও তুলসী তলায় গো-মাংস রাখার অপরাধে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাইবান্ধা জেলা নের্তৃবৃন্দ।
জানা গেছে, আজ মঙ্গলবার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মৃত হরিদাস চন্দ্র বর্মনের ছেলে অতুল চন্দ্র বর্মনের বসত বাড়ীর ঘটনাস্থল পরিদর্শন শেষে এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক শ্যামল কুমার দাস, যুগ্ম আহ্বায়ক বিপুল চন্দ্র রায়, কমিটির সদস্য দেবাশীষ চন্দ্র রায় ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সুন্দরগঞ্জ উপজেলা শাখার নের্তৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর দিবাগত রাতে কে বা কাহারা কে কৈ কাশদহ গ্রামের মৃত হরিদাস চন্দ্র বর্মনের ছেলে অতুল চন্দ্রের বসতবাড়ী ও তুলসী তলায় গো-মাংস রেখে যায়। এ নিয়ে গত ২৭ অক্টোবর অতুল চন্দ্র বর্মন বাদী হয়ে একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে হাসিলসহ ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দেওয়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নের্তৃবৃন্দ আসামীদের গ্রেফতারের জোর দাবী জানায়।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।