
গাইবান্ধায় সুন্দগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের জামায়াতের ওয়ার্ড সভাপতি সহ ৬ জনকে গ্রেফতার করে । যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- পুর্ব শান্তিরাম গ্রামের ছামসুল হকের ছেলে শান্তিরম ইউনিয়ন জামায়াতের ৬ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম,আলী মুনসির ছেলে জামায়াত কর্মী নুরুল হক, মধ্য বেলকা গ্রামের নয়া মিয়ার ছেলে আব্দুল হামিদ, সোনারায় গ্রামের আলম মিয়ার ছেলে মাদক মামলার আসামি মোস্তাফিজুর রহমান, বামনজল গ্রামের সচীন্দ্র নাথের ছেলে মিথিলেশ চন্দ্র, মনমথ গ্রামের জব্বার আলীর ছেলে হামিদুল হক। ওসি আতিয়ার রহমান জানান তাদেও বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হরতাল উপলক্ষে তারা পরামর্শ করছিল । এ কারনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।