
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন ও বিশ্ব হাত ধোঁয়া প্রদর্শনী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)-সামিউল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, আরিফুর রহমান প্রমুখ।