
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার সুন্দরগঞ্জ থানা ও কমিউনিটি পুলিশিং’র উদ্দ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং’র আলোচনা সভা কমিটির থানা সভাপতি অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারের সভাপতিতে¦ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মাজেদা বেগম ও বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা প্রমূখ।
পরে অতিথিদের সম্মাননা পুরষ্কার দেয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।