
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের পুটিমারী এলাকায় তিস্তা নদীর পাড়ে লাশটি পরে থাকতে দেখে স্থানীয় জনতা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যুবকটির বয়স আনুমানিক ২৫/২৬ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কে বা কাহারা তাকে হত্যা করে তিস্তা নদীর কিনারে ফেলে রেখে যায়। পরণে ছিল প্যান্ট ও শার্ট। তার নিকট একটি মোবাইল ফোন ও একটি অটোবাইকের চাবি পাওয়া যায়।