
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গ্রাম আদালত সক্রিয়করণ কল্পে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক, গাইবান্ধ গৌতম চন্দ্র পাল।
উপজেলা পরিষদ মিলনায়তনে এক উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, গাইবান্ধ গৌতম চন্দ্র পাল।
অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, ইউএনডিপির প্রতিনিধি সৈয়দ মহসিনুল আবেদিন, জেলা ফ্যাসিলেটর সৈয়দ আহম্মেদ ও উপজেলা সমন্বয়কারী শামীমা বেগম প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আয়োজনে কর্মশালায় সাদুল্যাপুর উপজেলার রসুলপুর, ধাপেরহাট, বনগ্রাম, খোর্দ্দকোমরপুর, ভাতগ্রাম ও ইদিলপুর ইউনিয়নের ৬৬ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধার চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ শহীদুল্লাহ।