
ন্যাশনাল সার্ভিস কার্যক্রমের বাছাই পর্বে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অফিসে তালা ঝুলিয়েছে নিয়োগ বঞ্চিতর বেকার যুবক-যুবতীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নাশন্যাল সার্ভিসের নিয়োগ বঞ্চিত বেকার যুবক-যুবতীরা সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অফিসের মূলগেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। জানা গেছে, ৩ থেকে ৪ মাস সাঘাটা উপজেলায় ৫ম ধাপে ন্যাশনাল সার্ভিসে অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশগ্রহন করেন ৩ হাজার ২’শ ৩৮ জন বেকার যুবক-যুবতী। তাদের মধ্যে ১ হাজার ৮৫৬ জনকে নেয়ার ঘোষণা দেয়া হয়।
নিয়োগ বঞ্চিতদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা নিয়োগের সকল শর্তপূরণ করে আবেদন করলেও ১ হাজার ৩৮২ জনকে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম থেকে বঞ্চিত করা হয়। তাদের অভিযোগ সঠিক নিয়মে কাগজপত্র দাখিল করার পরও ন্যাশনাল সার্ভিসে অন্তর্ভূক্তির পরীক্ষার ফলাফলে কর্তৃপক্ষের অনিয়মের প্রতিবাদে তারা বিক্ষুব্ধ হয়ে এ কর্মসূচী পালন করে।