
পুলিশিই জনতা, জনতাই পুলিশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাঘাটা থানা পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে সাঘাটা থানা কমিউনিটি পুলিশিং ডে/২০১৭ পালন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সাঘাটা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে থানা চত্বরে সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, যুদ্ধকালীন কমান্ডার সাঘাটা-ফুলছড়ি এলাকা ও সাবেক জেলা ডেপুটি ইউনিট কমান্ডার আলহাজ্ব মোঃ সামছুল আলম, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক।
আরও বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক নাজমুল হুদা দুদু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মাছুদ পারভেজ, প্রভাষক আবুল হাসনাত সমিবারি, আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, সাংবাদিক জয়নুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন সাজু, গোলজার রহমান, জাকির হোসেন, আলহাজ্ব আব্দুল জলিল, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, জোবায়দুর রহমান প্রমুখ।