
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ বৃহস্পতিবার এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারদের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়। বিতরণ করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধান, ইউপি সচিব মাছুম কামাল, ইউপি সদস্য হামেদ আলী, আমিরুল, ছফিরুল প্রমুখ। উল্লেখ্য- ওই দিন ৩২টি টিউবওয়েল ও ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।