ভারতে তাজ মহলের পর এবার সমাজবাদী পার্টির নেতা আজম খানের রোষের মুখে পড়ল রাষ্ট্রপতি ভবন। সোমবার তাজ মহলকে ভারতীয় সংস্কৃতির লজ্জা বলেছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তার বক্তব্যের রেশ না কাটতেই মঙ্গলবার সকালে সমাজবাদী পার্টির নেতার দাবি, তাজের মতো রাষ্ট্রপতি ভবনও লজ্জাজনক গোলামির প্রতীক। অতএব সেটিও গুঁড়িয়ে দেয়া হোক।
উত্তর প্রদেশের এই সাবেক মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি। আমাদের দেশে গোলামির সব প্রতীক অবিলম্বে ভেঙে ফেলা উচিত। সংসদভবন, কুতুব মিনার, রাষ্ট্রপতি ভবন, লাল কেল্লা, তাজ মহল এই সব কিছুই গুঁড়িয়ে দেয়া হোক।’
তার এই মন্তব্যের উত্তরে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমার আব্দুল্লাহ বলেন, ‘লাল কেল্লা ভেঙে দিলে কি আগামী দিনে প্রধানমন্ত্রী নেহরু স্টেডিয়াম থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতা দেবেন? এমন দিনও দেখতে হবে দেশবাসীকে!’
সোমবার সঙ্গীত সোমের মন্তব্যে অবশ্য গর্জে উঠেছিলেন বহু রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং বলেছিলেন, তাজ মহলকে কোনো রকম বিতর্কে না জড়ানোই শ্রেয়। এর থেকে সরকার অনেক রাজস্ব আয় করে।