
রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজারের ছাত্রশিবিরের থানা শাখার অফিস থেকে বৈঠকের সময় ইসলামী ছাত্র শিবিরের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিনের নেতৃত্বে ধোপাঘাটা বাজারের দলটির অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল কাশেমের ছেলে আব্দুল কাদের (২৩), আচুয়া ভাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২১), মহিষালবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে মাসুদ রানা (২২), জাহানাবাদ গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ইসমাইল হক (২২), কামারপাড়া সুলতানগঞ্জ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফিরোজ কবির (১৮), শারাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাজাহারুল ইসলাম (১৬)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আইনশৃঙ্খলা বিঘ্ন এবং নাশকতামূলক কাজে জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।