
ঢাকা জেলা আইনজীবী সমিতির প্রবীণতম সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট তসলিমউদ্দিন মো. আকবর (টি এম আকবর) আর নেই (ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা সোয়া বারটার দিকে পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ ৫ নম্বর আদালতে শুনানির সময় স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) প্রবীণ এই আইনজীবী মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত টি এম আকবর খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনজীবী ছিলেন।
খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আজ শুনানির সময় আইনজীবী টি এম আকবর স্ট্রোকে আক্রান্ত হন এবং বারডেম নেওয়ার পর তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ০৭ জানুয়ারি বার কাউন্সিল থেকে আইন পেশায় সনদ লাভ করেন অ্যাডভোকেট টি এম আকবর। এরপর ১৯৬৭ সালের ২৬ নভেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্যভূক্ত হন।
তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান আজীবন সদস্য এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অসংখ্য চাঞ্চল্যকর মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন।
পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামে তার বাড়ি। বাবা তাহেরউদ্দিন আহমেদ ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট।