
বিএনপি ষড়যন্ত্র-ধ্বংসযজ্ঞ চালিয়ে আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সিলেটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধনকালে এসব কথা বলেন।
আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল বলেন, আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে যাতে কোনো ঠেলাঠেলি না হয়। দুর্নীতিবাজরা আগামীতে মনোনয়ন পাবেন না।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আওয়ামী লীগ ও বিরোধীদের খোঁজ নিচ্ছি। সর্বাধিক জনপ্রিয় যিনি তিনিই মনোনয়ন পাবেন।
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন। ক্ষমতা পেলে কি করবেন, আল্লাহই ভালো জানেন।’